আপনজন ডেস্ক: বোম্বে হাইকোর্ট এক রায়ে তবলীগিদের বলির পাঁঠা করা হয়েছে মন্তব্য করার পর এবার সক্রিয় হল জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি শনিবার বলেছেন, কেন্দ্রীয় সরকারে উচিত তবলীগিদের সম্পর্কে তাদের মনোবাব বদলানো। বোম্বে হাইকোর্টের রায় সাম্প্রদায়িক শক্তির পরাজয় ঘটিয়ে ইনসাফের জয় ঘটিয়েছে বলে মন্তব্য করেন মাওলানা মাদানি।
উল্লেখ্য, শুক্রবার বোম্বে হাইকোর্ট এক রায়ে বলেছিল, করোনা সংক্রমণ ছড়ানোর নামে তবলীগি জামাতের কর্মীদেরকে বলির পাঁঠা করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে যাবতীয় এফআইআর তুলে নিতে হবে। এরপর সরব হন জমিয়ত নেতা মাওলানা মাদানি।
মাওলানা মাদানি বলেন, কোর্টের রায়ের ভিত্তিতে এবার বিদেশি তবলীগিদের ব্যাপারে সদর্থক পদক্ষেপ নেবে প্রশাসন। সেই সঙ্গে তিনি দাবি করেন, কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের উচিত বিদেশি তবিলীগিদের উপর থেকে যাবতীয় মামলা তুলে নেওয়া। এছাড়া, উত্তরপ্রদেশেরে এলাহাবাদের নৈনি কারাগারে তবলীগি জামাত জামাত কর্মীদের খুবই খারাপ ভাবে রাখা হয়েছে। তাদের ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তবলীগিদের যে মানসিক ও ধর্মীয় ক্ষতি হয়েছে তার জন্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান জমিয়ত সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct