আপনজন ডেস্ক: কোন ফ্র্যাঞ্চাইজি কত ভাল দল বানিয়েছে, কে হবে এ বারের চ্যাম্পিয়ন, কে দেবে কাকে মাত? এমন নানা প্রশ্নেই এখন জমজমাট ক্রিকেট দুনিয়া। প্রতেক দল তাদের স্কোয়াড জমা করে একে একে মরু শহরে দিকে পারি দিতে শুরু করেছে। সেই তালিকায় বাদ নেই চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যে শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি, রায়না সহ চেন্নাই সুপার কিংস দল দুবাইে পৌঁছে গিয়েছেন। বিখ্যাত বুর্জ খলিফার কাছে বিলাসবহুল তাজ দুবাই হোটেলে রাখা হবে সিএসকের খেলোয়াড়দের। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ান দলটির এবারের অন্যতম লক্ষ্য সর্বাধিক ট্রফি জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স( ৪ বার ) কে ছুঁয়ে ফেলা।
আগামী ১৯ সেপ্টেম্বর, আরব -আমিরশাহির মাটিতে বসতে চলেছে আইপিএলের ১৩ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আইপিএলের সফল দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ন্স ও চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই এবারও বেশ ভাল দল। তবে কোন দল এখন উদ্বোধনী ম্যাচে বাজিমাত করে তা দেখার জন্য এখনো বেশ কয়েক দিনের অপেক্ষা।
উদ্বোধনী ম্যাচে কেমন হতে পারে গত বারের রার্নস ‘চেন্নাই সুপার কিংস ‘ দলের প্রথম একাদশ ? আসুন দেখে নেওয়া যাক
ওপেনার – শেন ওয়াটসন/ ফাফ দু প্লেসিস, আম্বাতি রায়ডু
মিডল অর্ডার – সুরেশ রায়না, এম এস ধোনি,কেদার যাদব
অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো
বোলার – দীপক চাহার,লুঙ্গি নিগ্দি,পীযুষ চাওলা,ইমরান তাহির,
চেন্নাই সুপার কিংস স্কোয়াড : এমএস ধোনি (C), এম বিজয়, ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, কেদার যাদব, নারায়ণ জগদীশন, ঋতুরাজ গায়কওয়ার, ডোয়াইন ব্রাভো, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার , শার্দুল ঠাকুর, কেএম আসিফ, মনু কুমার, লুঙ্গি নিগ্দি, জোস হ্যাজেলউড, হরভজন সিং, কর্ণ শর্মা, পীযূষ চাওলা, ইমরান তাহির, মিচেল স্যান্টনার, সাই কিশোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct