আপনজন ডেস্ক: চাপ দেওয়া হয়েছিল 'জয় শ্রীরাম' বলতে। রাজি না হওয়ার অপরাধে বেধড়ক মার খেতে হল এক তৃণমূল কর্মীকে। ঘটনাটি দমদমের মাঠকল ঝিল অ্যাভিনিউ এলাকার। অভিযোগ, শনিবার সকালে একদল বিজেপি কর্মী পাড়ার চায়ের দোকানে শুভঙ্কর তালুকদার নামে ওই তৃণমূল কর্মীকে 'জয় শ্রীরাম' বলতে চাপ দেন। কিন্তু তিনি জয় শ্রীরাম বলেননি। কিন্তু সেখানেই উভয় পক্ষই অশান্তি মিটিয়ে নেয়। এরপর সন্ধ্যে নাগাদ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় তাঁর বাড়িতে। বেধড়ক মারধর করা হয় তাঁকে। ভাঙচুর করা হয় তাঁর বাড়ি। এমনকি নিগ্রহ করা হয় বাড়ির মহিলাদেরও। পরে প্রতিবেশীরা জড়ো হলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দমদম।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মারধরের কথা পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের পাল্টা অভিযোগ, ওই তৃণমূল কর্মী এলাকায় অসামাজিক কাজকর্মের বহিঃপ্রকাশ ঘটাত। তারই প্রতিবাদে আজ এই জনরোষের ফল। যদিও, তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ঘটনার জন্য দায়ী করছে বিজেপিকে।
পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাতে ওই যুবক অভিযোগ দায়ের করেন দমদম থানায়। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুরো ঘটনা খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct