আপনজন ডেস্ক: দাদাগিরি চালিয়ে যাচ্ছে চীন। নেপালের সীমান্তবর্তী ৭টা জেলার অনেক জমি নিজেদের দখলে রেখেছে চীন। এরপরও চীন নেপালের আরো ভেতরের দিকে দ্রুত এগিয়ে আসছে বলে জানা গিয়েছে। চীনের কাছে বালো সাজতে সব অবৈধ দখলদারিত্ব দেখেও না দেখার ভান করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। অভিযোগ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নিজে কমিউনিস্ট মতাবলম্বী হওয়ায় এবং চীনের নেকনজরে থাকার জন্য এসব অবৈধ দখলদারিত্ব দেখেও না দেখার ভান করছেন। লক্ষ্য করার বিষয় হলো, এসব খবর খুব একটা বিস্তার লাভ করছে না। ফলে বাস্তব অবস্থা এর চেয়েও খারাপ হতে পারে। নেপালি কমিউনিস্ট পার্টি (এনসিপি) চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) বিরাগভাজন না হওয়ার উদ্দেশ্যে এসব ব্যাপার না দেখার ভান করছে। নেপালের সার্ভে বিভাগের তথ্যানুসারে, চীন দোলাখায় নেপালের সীমান্ত রেখা ডিঙিয়ে ১৫০০ মিটার ভেতরে ঢুকে পড়েছে। নেপালের যে জেলাগুলোতে চীন তার অবৈধ দখলদারিত্ব চালাচ্ছে, সেগুলো হলো দোলাখা, গোর্খা, দারচুলা, হুমলা, সিন্ধুপালচোক, শঙ্খুভাশাভ ও রসুয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct