২০১৭-১৮ মরশুমে টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। তাই আগে থেকেই জানা ছিল যে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের তালিকায় রাজত্ব করবে এই স্প্যানিশ ক্লাবের খেলোয়াড়দেরই।
উয়েফা ঘোষিত পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকাতেও সেটিরই প্রমাণ মিলেছে। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড, এই চার পজিশনের জন্য মোট ১২ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে ফিফা। সেই তালিকায় ৭ জন খেলোয়াড়ই রিয়াল মাদ্রিদের।
চ্যাম্পিয়ন্স লিগের পজিশনভিত্তক সেরা ১২ খেলোয়াড়ের তালিকা:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (রোমা, বর্তমানে লিভারপুলে), জিয়ানলুইজি বুফোঁ(জুভেন্টাস, বর্তমানে পিএসজিতে), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ)।
ডিফেন্ডার: মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনে (ম্যাঞ্চেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ, এখন জুভেন্টাসে), মুহামেদ সালাহ (লিভারপুল)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct