আপনজন ডেস্ক: পূর্ব র্নির্ধারিত সূচি অনুযায়ী ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। একথা নিশ্চিত করে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
আর ২০২১এর ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে খেলতে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল । করোনা সংক্রমণের আবহ থাকলেও এই সিরিজে তার কোনো প্রভাব পড়বে না। তাই কোনো কাটছাঁট না করে পূব র্নির্ধারিত সূচি মেনেই অস্ট্রেলিয়ায় ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত।
সম্ভবত ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ৩ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে। এর পর ১১ ডিসেম্ব ভারত-অস্ট্রেলিয়া খেলবে অ্যাডিলেডে এবং মেলবোর্ন ও সিডনিতে খেলবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি। আশা করা হচ্ছে দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে দিন-রাতের হতে পারে।
সৌরভ আরো জানিয়েছেন, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ীই খেলা হবে। আইসিসি-র বেঁধে দেওয়া ফিউচার ট্যুরস প্রোগ্রামকে পূর্ণ করাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের।
ভারতের অস্ট্রেলিয়া সফর সমাপ্ত হওয়ার পর এফটিপি অনুযায়ী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দল এদেশে এসে বিরাট কোহালি দের সঙ্গে পাঁচটি টেস্ট খেলবে । এরপর এপ্রিল মাসে ফের আইপিএল, সৌরভের চিঠি থেকেই স্পষ্ট যে সেই হিসাবে কোনও নড়চড় হচ্ছে না। করোনার মধ্যে ফিউচার ট্যুরস প্রোগাম যাতে মানা হয়, সেই বিষয় দায়বদ্ধ বিসিসিআই, বলে জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct