আপনজন ডেস্ক: দেশের তুলনায় এ রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। তাই মানুষের মধ্যে করোনা সচেতনতাও ক্রমশ বাড়ছে। শুধু সরকারি উদ্যোগে নয় বেসরকারি উদ্যোগে তাই মানুষের রক্ত পরীক্ষা করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ রকম এক উদ্যোগ নিয়েছে হুগলি জেলার নবাবপুর গ্রামপঞ্চায়েত। শনিবার নবাবপুর গ্রামপঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে এক রক্ত পরীক্ষা শিবির হয় নবাবপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এই রক্ত পরীক্ষা শিবিরে কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করা হয়। লালা রস সংগ্রহ করে তার টেস্ট করার ব্যবস্থা করা হয় রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো।
এ ব্যাপারে এই কোভিড-১৯ পরীক্ষা শিবিরে উপস্থিত উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সহ আয়োজক পঞ্চায়েতের তরফে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে করোনা সচেতনতার যে ডাক দিয়েছেন তা সফল করে তুলতে এদিনের কোভিড-১৯ টেস্টের আয়োজন করা হয়েছে। এর ফলে মানুষের মন থেকে যেমন করোনা ভীতি দূর হবে তেমনি করোনা সতর্কতা বাড়বে।
এদিনের কোভিড-১৯ পরীক্ষা শিবিরে অংশ নিতে মানুষের মধ্যে সাড়া পড়ে হয়। এই কোভিড-১৯ পরীক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন পঞ্চায়েত সদস্য আনিসুর রহমান লস্কর, অরবিন্দ বাগ, আসিফ ইকবাল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct