আপনজন ডেস্ক: আনলক-৩ এখন দেশজুড়ে চলছে। এই সময় কি রাজ্যের মধ্যে কি ভিন রাজ্যে কেই যেতে চাইলে কিংবা জিনিসপত্র নিয়ে গেলে বারণ করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এক চিঠিতে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য সচিব জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেছেন, খবর মিলেছে বিভিন্ন রাজ্যের জেলায় স্থানীয়ভাবে এই বিধি নিষেধ জারি করা হয়েছে। এ ব্যাপারে আনলক-৩ এর নিয়মকে দৃষ্টি আকর্ষণ করে অজয় ভাল্লা বলেছেন, এই ধরনের কড়াকড়িতে সমস্যা সৃষ্টি হচ্ছে। জিনিসপত্র সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে অর্থনীতি ও কর্মসংস্থান ব্যাহত হচ্ছে।
চিঠিতে তিনি জানান, আনলক এর গাইডলাইনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাজ্যের মধ্যে বা অন্য রাজ্যে চলাফেরায় কিংবা মাল পরিবহনে কোনো কড়াকড়ি করা যাবে না। এমনকি কোনও আলাদা অনুমতির প্রয়োজন নেই। শুধুমাত্র অন্য দেশে মাল পাঠাতে গেলে অনুমতি বা ই পারমিট লাগবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আরো বলেন, এ ব্যাপারে কড়াকড়ি করলে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন, ২০০৫ ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি গাইডলাইন লংঘন করার শামিল হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct