আপনজন ডেস্ক: দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মার্চ মাসে তবলীগীদের ইজতেমা বা সমাবেশ নিয়ে দেশজুড়ে মিডিয়ায় তোলপাড় হয়। অভিযোগ তোলা হয় করোনা সংক্রমণের জন্য তবলীগীরাই দায়ী। এরপর লকডাউনে আটকও পড়া বিদেশি তবলীগীদের বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়। বিদেশি তবলীগীদের পর্যটক ভিসার আইন ভাঙা, মেয়াদ পেরিয়ে যাওয়া প্রভৃতির জন্য গ্রেফতার করা হয়। আর তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এ দেশের কিছু তবলীগীকেও আটক করা হয়।
এইরকম ২৯ জন বিদেশি তবলীগি ও দেশের ছয় নাগরিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল মহারাষ্ট্রের পুলিশ। বোম্বে হাইকোর্ট ওই মামলার শুনানিতে শুক্রবার মহারাষ্ট্রে পুলিশ ও প্রশাসনকে বলেছে, অবিলম্বে ওদের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে হবে। কারণ তাদেরকে বলির পাঁঠা করা হচ্ছে। সেই সঙ্গে তবলীগীদের নিয়ে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রচারণার সমালোচনা করা হয়েছে।
Media Propaganda That Tablighi Jamaat Attendees Spread COVID-19 In India Was Unwarranted: Bombay HC https://t.co/doTRiqCeXj
— Live Law (@LiveLawIndia) August 22, 2020
এই সব তবলীগীদের বিরুদ্ধে মহামারী আইন, মহারাষ্ট্র পুলিশ আইন, বিপর্যয় ম্যানেজমেন্ট আইন এবং বিদেশি আইনে পর্যটক ভিসার শর্ত লঙ্ঘন প্রভৃতি লঙ্ঘন করে নিজামুদ্দিন মারকাজে তবলীগি ইজতেমায় অংশ নেওয়ার অভিযোগ করা হয়েছিল।
ইংরেজি পোর্টাল লাইভ ল ডট ইন-এ এ সম্পর্কে বলে হয়েছে, শুক্রবার বোম্বে হাইকোর্টের বিচারপতি টিভি নালাওয়ালে ও বিচারপতি এমজি সেউলিকারের ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়েছে, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি বিদেশি তবলীগীদেরকে বলির পাঁঠা করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে এফআইআর বাতিল করতে হবে।
বিচারপতি টিভি নালাওয়ালে মিডিয়ার সমালোচনা করে বলেছেন, নিজামুদ্দিন মারকাজে অংশ নেওয়া বিদেশি তবলীগীদের সম্পর্কে মিডিয়া ভ্রান্ত ধারণা প্রচার করেছে। প্রচার করা হয়েছে তারা নাকি দেশজুড়ে করোনা ছড়াচ্ছে যা একেবারেই অমূলক। আর সরকারও করোনা ছড়াচ্ছে অভিযোগ তুলে বিদেশি তবলীগীদের বলির পাঁঠা করেছে বলে রায়ে মন্তব্য করা হয়েছে।