আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেখানে এ পর্যন্ত বহু মানুষের এনকাউন্টার হয়েছে। সম্প্রতি ডন বিকাশ দুবে এনকাউন্টার নিয়ে সারা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। প্রশ্নও উঠেছিল নানা স্তরে। এই পরিস্থিতিতে চমকে দেওয়ার মতো তথ্য উঠে এল। যোগী ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে মোট ৬২০০টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। যদিও সরকারি হিসেবে পরিসংখ্যানকে ইতিবাচক করেই দেখানো হয়েছে। তথ্য অনুযায়ী, ৬২০০টি এনকাউন্টারে ১৪ হাজারের বেশি অপরাধীকে গ্রেফতার হয়েছে। একই সঙ্গে ২৩০০ অপরাধী ও ৯০০ পুলিশকর্মী আহত হয়েছেন। এনকাউন্টারে মৃত্যুর পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। ১২৪ মৃতের মধ্যে জাতিগত ভিত্তিতে মুসলিম ছিলেন ৪৭ জন, ব্রাহ্মণ ছিলেন একজন, যাদব সম্প্রদায়ের ৮ জন আর বাকি ৫৮ জনই ঠাকুর ও দলিত সম্প্রদায়ের। সরকারি তথ্য অনুযায়ী, এই এনকাউন্টারের সিংহভাগই ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের বেছে বেছে এনকাউন্টার করা হচ্ছে বলে আগেও অভিযোগ উঠেছে।এ নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসনকে। সেইসঙ্গে এই এনকাউন্টার গুলিতে মৃত্যু হয়েছে ১৩ জন পুলিশকর্মীরও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct