আপনজন ডেস্ক: জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে চলেছে ইরানের বিরুদ্ধে । এ নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান পুনরায় সমরাস্ত্রের বাজারে প্রবেশ করবে বলে মনে করছে অনেকে। এছাড়া অচিরেই দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণ কেন্দ্রে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি বিষয়ক সংসদীয় কমিশনের সঙ্গে বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, 'জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা অক্ষুণ্ণ রেখে এ ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্যাপকহারে উৎপাদনের বছরে কৌশলগত অস্ত্র তৈরির অবকাঠামো রয়েছে আমাদের। এছাড়া অস্ত্র তৈরির ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তাই অর্থনীতিসহ বেসামরিক বিভিন্ন খাতে সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছে এই মন্ত্রণালয়।' ৮ বছরের প্রতিরক্ষা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা সত্বেও আত্মরক্ষায় নিজেদের পারদর্শীতা প্রমাণ করেছে ইরান। নিজস্ব প্রযুক্তি ও সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা শিল্পে আজ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে দেশটি।