আপনজন ডেস্ক: ওয়াচ জিটি সিরিজের নতুন সংস্করণ ওয়াচ জিটি-২ই নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগের চেয়ে কম মূল্যে ওয়াচ জিটি-২ই তে ১০০ ধরণের ওয়ার্কআউট মোড রয়েছে। প্রথমবারের মতো এতে যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার। যার মাধ্যমে ব্যক্তির রক্তপ্রবাহে অক্সিজেন স্তর জানা যাবে। রক্তচাপ ও হার্টরেট এর পাশাপাশি ব্লাড অক্সিজেন স্যাচুরেশন হেলথ মনিটরিংয়ের একটি অন্যতম পরীক্ষণ। একে সংক্ষেপে অক্সিজেন স্যাচুরেশন বা এসপিও২ বলা হয়। এর মাধ্যমে কোন ব্যক্তির রক্তপ্রবাহে আনুমানিক অক্সিজেন স্তর জানা যায়। হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই এর একটি ফিচারের সাহায্যে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং করা যাবে। সাধারণত আর্টেরিয়াল ব্লাড গ্যাস (এবিজি) টেস্ট ও পালস অক্সিমিটারের সাহায্যে এটি পরিমাপ করা হয়। কিন্তু হুয়াওয়ে ওয়াচ জিটি-২ই একটি ডেডিকেটেড এসপিও২ আইএর সেন্সরের সাহায্যে এটি পরিমাপ করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct