আপনজন ডেস্ক: এক মাসেরও কম সময়ের অপেক্ষা৷ বিশ্বের সব প্রান্তের ক্রিকেট প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। এরই মধ্যে আইপিএলে খেলার লক্ষ্যে আরব আমিরাত পৌঁছাতে শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
করোনা আবহের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে তবে এই পরিস্থিতিতে আইপিএলকে ঘিরে একটা প্রশ্ন উঠছে। মাঠে কি শেষ পর্যন্ত দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে? মাঠে বসে আইপিএলের খেলা উপভোগ করতে দর্শকদের সুযোগ করে দিতে চায় এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তা সংযুক্ত আরব আমিরাতের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইসিবির প্রধান কর্তা মুবাশশির উসমানি।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান কর্তা মুবাশশির উসমানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমিরশাহীতে প্রচুর প্রবাসী মানুষ আছেন, এশিয়ার মানুষও আছেন। আমরা চাই আমাদের এশিয়ার প্রবাসী ও ক্রীড়াপ্রেমিরা যাতে এই খেলা দেখতে পারেন, সামনে উপস্থিত থাকতে পারেন।
সূত্রের খবর, আমিরশাহি ক্রিকেট সংস্থা অন্তত চান অন্তত শেষের দিকের কয়েকটি খেলায় দর্শক আসতে পারে। সরকারের সঙ্গে সেই বিষয়েই কথা বলে জানিয়েছে UAE ক্রিকেট বোর্ড। সেখান থেকে সবুজ সংকতে পেলেই তারপর দর্শকাসন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তারা।
মুবাশশির উসমানি বলেছেন, 'আমরাই আইপিএল শুরুর জন্য মুখিয়ে আছি। ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য আমাদের বোর্ডে অভিজ্ঞ একটি দল আছে। শক্তিশালী ক্রিকেট প্রশাসনের বংশধর তারা। যারা লজিস্টিক ও আয়োজকদের সাথে নিবিড়ভাবে কাজ করবে। আমরা একটি সফল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী।' এছাড়া তিনি আরও জানিয়েছেন যে, যথেষ্ট পরিকাঠামো থাকায় তিন শহরে আটটি দলকে রেখে তাঁদের প্র্যাকটিসের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় আয়োজন করতে কোনও সমস্যা হবে না। তিনি উল্লেখ করেছেন দুবাইতে যে আইসিসি অ্যাকাডেমি রয়েছে, সেখানে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা আছে প্র্যাকটিসের। তাই খেলা চালু হলে, বা আগে অনুশীলনের সময় কোনওরকম সমস্যার মুখে পড়তে হবে না খেলোয়াড়দের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct