আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছিল এ বছরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট বাতিল হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী হবে। আদালতে এ ব্যাপারে নিট পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ জানিয়েছিল, তারা সব ধরনের সতর্কতা অবলম্বন করেই পরীক্ষার আয়োজন করতে প্রস্তুত। তাই নির্ধারিত ১৩ সেপ্টেম্বর নিট হাতে কোনো অসুবিধা নেই।
এবার সেই পদক্ষেপে এনটিএ তাদের ওয়েবসাইটে জানিয়ে আবেদনকারী প্রার্থীদের বাছাই করা সেন্টারের তালিকা। পূর্ণাঙ্গ পরীক্ষা কেন্দ্র না হলেও যে যে শহরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নিট দিতে পারবে তা জানতে পারে আগাম যাতায়াত নিয়ে পরিকল্পনা করতে সুবিধা হবে। পরিবহন ব্যবস্থা ঠিক করা যাবে।
পরীক্ষার্থী https://ntaneet.nic.in ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে দেখে নিতে পারবে তার পরীক্ষা কেন্দ্রে কোন শহরে পড়েছে।
উল্লেখ্য, এ বছর ১৫,৯৭,৪৩৩ জন পরীক্ষার্থী আবেদন করেছে। তাদের প্রথম।পছন্দের শহরকে প্রাধান্য দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct