আপনজন ডেস্ক: পুরো গ্রামজুড়ে রাস্তা ঘাট, সরকারি পরিষেবা, রেশনের মাল, ইলেকট্রিক পরিষেবা সহ আরো অনেক কিছুই দিন দিন খারাপ হয়েই চলছে কিন্তু প্রতিবাদ করার কেউ নেই। প্রতিবাদীদের আশঙ্কা তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে উঠতে পারেন। তাই নীরবে সহ্য করতে হচ্ছে এই অব্যবস্থা। মুর্শিদাবাদের সাগরদীঘির কাবিলপুর গ্রামবাসীর পক্ষে এই অভিযোগ তুলে সরব হয়েছেন রহমতুল্লাহ ও অসিম আক্রাম।
তাদের অভিযোগ, খারাপ রাস্তা দিয়ে এই অঞ্চলের সমস্ত মানুষকেই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয়। কাবিলপুর পঞ্চায়েতর জনসংখ্যার চাইতেও কয়েকগুণ বেশি রাস্তায় গর্ত আছে। আর কাবিলপুর থেকে বালিয়া পঞ্চায়েতে প্রবেশ করলে এক হাঁটুর বেশি জমে থাকা জলের উপর দিয়ে যেতে হবে। বালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার। তাদের বেশির ভাগই হেঁটে স্কুল যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতোও অবস্থা নেই। হেঁটে হোক বা সাইকেলে প্রতিদিন কয়েকশো জনের স্কুল ড্রেসে জমে থাকা নোংরা জল কাদা লাগে। কাবিলপুর উচ্চ বিদ্যালয়েরও একই অবস্থা। রাস্তার যা অবস্থা যদি কোন গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয় তাহলে তার অবস্থা কল্পনাও করতে পারবে না।
তাদের আরো অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয় না। বরং নেতাদের বাড়ি, ঘর, বিষয় সম্পত্তি বাড়ে। আর ভোট দেওয়া সাধারণ মানুষ বোকার মতো রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজেকে সান্ত্বনা দেই আরে একদিন না একদিন তো ঠিক হবেই। আমি তো একটা বাথরুম পেয়েছি, জব কার্ডে তো কয়শো টাকাও দিয়েছে। তাতেই তাদের শান্তি!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct