আপনজন ডেস্ক: যতক্ষণ ইসরাইল ফিলিস্তনিদের সঙ্গে কোন শান্তি চুক্তি না করছে, ততক্ষণ তাদের সঙ্গে সু-সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়ে দিলেন সৌদির বিদেশপ্রতিমন্ত্রী আদেল আল জুবেইর।গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেওয়ার পর এই প্রথম এ বিষয়ে সৌদি নিজেদের প্রতিক্রিয়া জানাল।ঐ ঘ্টনার পর জল্পনা ছড়িয়ে পড়েছিল যে সৌদি আরবও একই পথ অনুসরণ করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক চুক্তির পর ফিলিস্তিনের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে।বেশ কয়েকটি আরব দেশ এই চুক্তিকে স্বাগত জানালেও, অনেক মুসলিম দেশ এর বিরোধিতা করে এটাকে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে। আমিরাতের সাথে ইসরাইলের সম্পর্ক স্থাপনের পর নড়েচড়ে বসে মধ্যপ্রাচ্য। সৌদি আরবও নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিল, ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়টির চেয়ে তাদের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তির বিষয়টিকে বেশি গুরুত্বপূর্ণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct