আপনজন ডেস্ক: দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলীগি ইজতেমা নিয়ে সারা দেশজুড়ে হইচই হয়েছিল। করোনা ছড়ানোর অভিযোগ তুলে নিশানা করা হয় তবলীগীদের। যদিও নিজামুদ্দিন অংশ নেওয়া বেশিরভাগ তবলীগি করোনা মুক্ত হয়েছেন। অনেক তবলীগি করোনা মুক্ত হয়ে তাদের প্লাজমা অন্যান্য করোনা আক্রান্তদের জন্য দান করে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু বহু বিদেশি তবলীগি ভিসা আইন লঙ্ঘনের দায়ে এখনো আটকে রয়েছেন ভারতে।
এ ব্যাপারে যদিও নিজামুদ্দিন তবলীগি মারকাজ থেকে দাবি করা হয়, হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় বিদেশি তবলীগীরা আটকে পড়েন। তাদের ভিসার মেয়াদের আগে চলে যাওয়ার কথা থাকলেও লকডাউনের জন্য নিজ দেশে ফিরতে পারেননি। লকডাউন চলতে থাকায় তারা ভিসার মেয়াদ বাড়ানো পারেননি। আর যেতেও পারছেন না বিমান চলাচল না করায়।
এভাবে আটকে পড়া বিদেশি তবলীগীরা অবশেষে আদালতের শরণাপন্ন হন যাতে তারা দেশে ফিরতে পারেন। এমনি আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে। সেই আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আইন লঙ্ঘন করার দায়ে তাদের জরিমানা পিএম কেয়ারস তহবিলে জমা দেওয়ার জন্য।
এরপর নগর দায়রা আদালতের বিচারক গগনদীপ জিন্দাল ভিসা আইন লঙ্ঘনের দায়ে জরিমানা দিতে সম্মত হলে তাদের ছেড়ে দেওয়ার কথা বলেন।
এ ব্যাপারে মূল অভিযোগকারী ডিফেন্স কলোনির সদম, লাজপত নগরের এসিপি, নিজামুদ্দিন থানার আইসি আপত্তি না জানানোয় বিদেশি তবলীগীদের ছেড়ে দেওয়া হয়।
দিল্লি হাইকোর্ট ৩৪ জন থাইল্যান্ডের তবলীগীকে প্রত্যেকের ৬ হাজার টাকা করে জরিমানা পিএম কেয়ারস তহবিলে জমা দিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার কোর্ট নির্দেশ দেয় ২২ তবলীগীকে ছেড়ে দেওয়ার জন্যও। বলা হয়, প্রত্যেককে ৪ হাজার টাকা জরিমানা পিএম কেয়ারস তহবিলে জমা দিলে ছেড়ে দেওয়ার জন্য। তারা তা জমা করলে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে ৫৬ জন বিদেশি তবলিগী পিএম কেয়ারস তহবিলে মোট ২,৯২,০০০ টাকা জমা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct