আপনজন ডেস্ক: নিম্ন চাপের কারণে কদিন ধরেই বৃষ্টি। তার উপর চলছে লকডাউন। শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ মূর্তি যেন নিয়ে বহু মানুষ সমস্যায় পড়েছেন। বিশেষ করে বড় বাজার এলাকায় যেখানে মূলত ধুমধাম করে গণেশ পুজো হয় ব্যবসায় শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে।
মারওয়াড়ি থেকে শুরু করে গুজরাটি যত ব্যবসায়ী কলকাতায় আছেন তাদের মধ্যেই গণেশকে সিদ্ধিদাতা হিসেবে মান্যতা দেওয়ার আধিক্য। তাই বাঙালি ব্যবসায়ীদের মধ্যে গণেশ পুজ হলেও এত কলেবরে করতে দেখা হয় না।
কিন্তু বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ভক্তদের। তবুও লকডাউনের আগের দিন বুধবার থেকেই কলকাতা শহরে গণেশ মূর্তি নিয়ে আসতে কুমারটুলিতে ভিড় করতে দেখা যায়। শনিবার যেহেতু সকালে গণেশ পুজো শুরু তাই সবাই আগেই মূর্তি কিনে ঘরে তোলেন। বৃষ্টির নাধ্যে পলিথিন চাপা দিয়ে গণেশ মূর্তি নিয়ে যেতে দেখা যায়। সেই সঙ্গে ভক্তদের বিশ্বাস গণেশ ঠাকুর মিষ্টি খেতে ভালবাসেন, তাই আগে ভাগেই মিষ্টি কিনতে দেখা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার লকডাউনের জন্য মিষ্টি দোকান বন্ধ।
অন্যদিকে, প্যান্ডেল করতে হয়েছে শক্তপোক্ত ভাবে। তার উপর ত্রিপল দিয়ে ভাল করে বাঁধা হলেও ভক্তদের দর্শনের অসুবিধা হবে। যেহেতু শহরের রাস্তার পাশেই প্যান্ডেল তাই ততটা অসুবিধা না হলেও বৃষ্টির জন্য উদ্দীপনা অনেকটা স্তিমিত। তার মধ্যেই আয়োজন করা হয়েছে গণেশ চতুর্থী পুজোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct