গ্রুপপর্বে ভারতের কাছে ২-১ গোলে হারলেও, শেষ পর্যন্ত কোতিফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ভারতের কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভবিষ্যতের মেসিদের। যদিও শিরোপা জিতে সেই সমালোচনার জবাব দিলেন তারা। কোতিফ টুর্নামেন্টের ফাইনালে রাশিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেন ফাকুন্দো কলিদিও। রাশিয়ার হয়ে বাকি গোলটি করেন অ্যালান মারিনেলি।
ফাইনাল ম্যাচটি ছিল বেশ শ্বাসরুদ্ধকর।ম্যাচের পরতে পরতে ছড়িয়ে ছিল নাটক আর রোমাঞ্চ। আক্রমণ পাল্টাআক্রমণে এগিয়েছে খেলা। ১১ মিনিটেই রাশিয়াকে লিড এনে দেন ইগোর দিভিভ। তবে রাশিয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১ মিনিট পরেই গোল পরিশোধ করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান কলিদিও। এর পর একে অপরের শিবিরে ত্রাস ছড়ালেও নির্ধারিত ৯০ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি আর কোনও দলই। ফলে ম্যাচ নিষ্পত্তির জন্য দ্বারস্থ হতে হয় অতিরিক্ত সময়ের। আর তাতেই কপাল পোড়ে রাশিয়ার। সফল নিশানাভেদে আলবিসেলেস্তেদের আনন্দে ভাসান মারিনেলি। তার ওই গোলেই শিরোপা নিশ্চিত হয় ছয়বারের চ্যাম্পিয়নদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct