আপনজন ডেস্ক: দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংযুক্তিকরণ আগেই শুরু হয়ে গিয়েছিল। স্টেট ব্যাংকের সঙ্গে যেমন বেশ কিছু ব্যাংকে জুড়ে দেওয়া হয়েছে, তেমনি আরো কয়েকটি ব্যাংকে এভাবে সংযুক্তি করণ হয়েছে। এবার শুরু হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারি করণের যাত্রা।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্র উল্লেখ করে ইংরেজি দৈনিক ইকোনোমিক টাইমস লিখেছে, এই অর্থ বছরের শেষে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারি করণ করা হতে পারে। সরকার যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারি করণের জন্য উদ্যোগ নিয়েছে সেগুলি হল পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকে ব্যাংক ও আইডিবিআই ব্যাংক। এই ব্যাংকগুলোর সরাসরি বা অপ্রত্যক্ষভাবে পুরো শেয়ার চলে যাবে বেসরকারি হাতে।
একজন প্রবীণ অফিসার বলেছেন, করোনার কারণে দেশের অর্থনীতিতে আঘাত লেগেছে। তাই সরকারি রাজস্ব তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যদিও সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর থেকে এক লিখিত চিঠিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে বলা হয়েছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বেসরকারি করণের উদ্যোগ নেওয়ার জন্য। আরো বলা হয়েছে, শুধু পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাদে বাকিগুলো যেন বেসরকারি করণ করা হয়।