আপনজন ডেস্ক: আইপিএল-এ যোগ দিতে আগামী কাল চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২০ এর উদ্দেশ্য চেন্নাই থেকে দুবাইয়ে রওনা হবে। অধিনায়ক ধোনি সহ দলের সবাই যেতে পারলেও যেতে পারছেন না হরভজন সিং। বলা হচ্ছে তার মায়ের শরীর খারাপের জন্যই তিনি আপাত দুবাই যেতে পারছেন না। যোগ দেবেন পরে। জানা গেছে চেন্নাই সুপার কিংসের পুরো বাহিনীকে রাখা হবে বুর্জ খলিফার কাছে একটি বিলাসবহুল হোটেলে।
উল্লেখ্য, অধিনায়ক ধোনির অনুরোধেই চিপক স্টেডিয়ামে ১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল সিএসকে কর্তৃপক্ষ।ধোনি ও বোলিং কোচ লক্ষ্মীপতি সহ প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন সুরেশ রায়না, দীপক চাহার, পীয়ূষ চাওলা, করণ শর্মা ও কেদার যাদব এছাড়া দলের আরো অনের ক্রিকেটার। ব্যক্তিগত কারণে প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি রবীন্দ্র জাদেজা ও হরভজন সিং। যদিও রবীন্দ্র জাদেজা কাল দলের সঙ্গে দুবাই উড়ে গেলেও, কাল দলের সঙ্গে যেতে দুবাই যেতে পারছেন না হরভজন সিং।
সিএসকের তরফে জানানো হয়েছে যে ব্যক্তিগত কারণেই হরভজন সিং দলের সঙ্গে দুবাই যেতে পারছেন না। শোনা যাচ্ছে হরভজন সিং মায়ের শরীর অসুস্থ তার জন্যই দেশের বাইরে যেতে চাইছেন না তিনি। সিএসকে তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, দু-সপ্তাহ মধ্যেই আলাদাভাবে আমিরশাহিতে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।
আগামীকাল দুপুর ১২ টার পর ধোনিরা দুবাইয়ে উদ্দেশ্য রওয়ানা হতে পারে। হেড কোচ স্টিফেন ফ্লেমিং দুবাইতে সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডু'প্লেসি ও লুঙ্গি এনগিদির সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাইতে পৌঁছে যেতে পারেন। ইমরান তাহির, ডোয়েন ব্র্যাভো ও মিচেল স্যান্টনার এই মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ খেলছে। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ শেষ হলে তারা দুবাই পৌঁছে যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct