আপনজন ডেস্ক: কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তামিলনাড়ুর ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী এ রহমান খান। ডিএমকে নেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি প্রয়াত প্রাক্তন মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টালিন বলেন, একজন বড় ভাইকে হারালাম।
তাঁর পুত্র ডা. সুবাইর খান জানিয়েছেন, ৭৭ বছর বয়সে হৃদরোগে মারা গেছেন এ রহমান খান।
এ রহমান খান ১৯৭৭ সালে চিপক বিধানসভা কেন্দ্র থেকে ডিএমকের হয়ে প্রথম নির্বাচিত হন। এরপর ১৯৮০ ও ১৯৮৪ সালে একই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। এরপর ১৯৮৯ সালে পার্ক টাউন ও ১৯৯৬ সালে রামনাথপুরাম থেকে জেতেন। ১৯৯৬-২০১ পর্যন্ত তামিলনাড়ুর করুণানিধি মন্ত্রিসভার শ্রম মন্ত্রী এবং কিছু সময় রাজস্ব ও আইনমন্ত্রী ছিলেন। সেই সঙ্গে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও হন। ২০০১ ০ ২০০৬ সালে নির্বাচনে হেরে গিয়ে আর দাঁড়াননি। থেনি জেলার বাসিন্দা এ রহমান খান ডিএমকে মুখপত্র 'মুরাসলি'-তে কলাম লিখতেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct