আপনজন ডেস্ক: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ধানঘরা গ্রামে গঙ্গার ভাঙনে তলিয়ে গেল প্রায় ৫০০ পরিবারের বাড়ি-ঘর। আর এই পরিবারের প্রায় সবাই বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। বিড়ি বেঁধেই মূলত এদের দিন গুজরান হয়। তাই রাতের ঘুম কেড়ে নিয়েছে ধানঘরা এলাকাবাসীর।
উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীদের আবেদন খুব তাড়াতাড়ি গঙ্গা ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হোক ভয়ঙ্কর অবস্থা! গঙ্গার ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে আস্ত গোটা গ্রাম! আতঙ্কিত এলাকাবাসী। কারো দোতলা, কারো তিন তলা আবার কেউ লোন নিয়ে কিংবা বিড়ি বেঁধে কোনরকমে পাকা বাড়ি তৈরি করেছেন। সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘরবাড়ি ভাঙছেন প্রায় শতাধিক এলাকাবাসী। এক বিভৎস চেহারা এলাকার! কোথায় যাবে? কি খাবে? কোথায় থাকবে? জানে না কেউ। সামসেরগঞ্জের ধানঘরা এলাকার ঘটনা। পর্যাপ্ত সময়ে প্রশাসন ও সরকার ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না করায় আজ অসহায় হাজার হাজার মানুষ!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct