আপনজন ডেস্ক: সীমান্তে ফের উত্তেজনা উসকে দিল চিন। চিন সেনারা উপর্যুপরি সীমান্ত এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই সীমান্ত লাগোয়া চিনের সাতটি বায়ু সেনা ছাউনির উপর গভীর নজর রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। লাদাখ উপত্যকা থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পিপলস লিবারেশন আর্মি সক্রিয় হয়েছে। সেজন্যই এই নজর রাখা।
এ ব্যাপারে সরকারি সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চিনা সেনারা জিনঝিয়াং ও তিব্বত এলাকার জিয়াংহোতান, গর গুনসা, কাশঘর, হোপিং, কোনকা ডিজনগ, লিনঝি ও পানঘাট বায়ুসেনা ঘাঁটিতে সম্প্রতি খুব সক্রিয় হয়েছে। ওইসব সেনা ছাউনিগুলির আধুনিকীকরণ ও সম্প্রসারণ করছে। রান ওয়ে বাড়াচ্ছে। সূত্র জানিয়েছে, অরুণাচল প্রদেশের উল্টো দিকে লিনঝি বায়সেনা ঘাঁটিতে হেলিকপ্টার স্টেশন করেছে। নতুন হেলিকপ্টার ছাউনি করে নজরদারি চালাচ্ছে।
এমনকি চিনা সেনারা তাদের সুখই-৩০ সংস্করণ ও জে সিরিজের হেলিকপ্টার নিয়ে এলাকায় আকাশপথে নজরদারি চালাচ্ছে। সেজন্য ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সুখই-৩০এমকেআই, মিগ-২৯, মিরাজ-২০০০ যুদ্ধ বিমান মোতায়েন করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct