আপনজন ডেস্ক: গণেশ চতুর্থী পুজো উপলক্ষে কলকাতার বড়বাজার এলাকায় সাজ সাজ রব। মিষ্টির দোকানে জমছে ভিড়। আগে থেকেই মিষ্টির অর্ডার দেওয়া হচ্ছে। কেউ যেও কিনে ফ্রিজে রেখে দিচ্ছেন।মূলত অবাঙালীরা এই পুজো করে থাকেন। যে রাজ্যে এর তেমন প্রচলন না থাকলেও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে জাঁক জমকভাবে এই পুজো পালিত হয়। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে এই বিশ্বাসে এই পুজো সমাদৃত। এ বছর ২২ আগস্ট পালিত হচ্ছে গণেশ পুজো। সাধারণত, ব্যবসায়ীরাই গণেশ পুজো বেশি করে থাকেন। তবে অনেক অঞ্চল বা বাড়িতেও ভক্তিভরে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। সব কাজে যাতে সিদ্ধি লাভ হয় সহজে সেকারণেই এই দেবতার পুজো হিন্দু ধর্মে প্রচলিত। রীতি মেনে ১০ দিন ধরে চলে গণপতি পুজো। মুম্বইয়ে প্রতিবছর দেড় লক্ষ দেব প্রতিমা বিসর্জন দেওয়া হয় সমুদ্রে।
গণেশ ভীষণ মিষ্টিপ্রিয় এবং তার পছন্দের মিষ্টি মোদক বলে পরিচিত। তাই এই দিনে নানা ধরনের মোদক আর মিষ্টি দিয়ে সাধারণত পুজো করা হয় গণপতির। বড়বাজার মিষ্টির দোকানগুলিতে তাই এখন থেকেই মিষ্টি কেনার ধুম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct