আপনজন ডেস্ক: রাজনৈতিক সৌজন্য দেখাতে এবার এগিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের যে প্রাক্তন নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী পরলোকগত রাজীব গান্ধিকে বোফোর্স নিয়ে তুলোধনা করেছেন তাকেই এবার বিশেষ স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে মোদি রজব গান্ধির ৭৬তম জন্মবার্ষিকী স্মরণ করে বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা'। বিরোধীরা যখন মোদির সমালোচনায় মুখর তখন তিনি এই শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক সৌজন্য দেখালেন।
On his birth anniversary, tributes to former Prime Minister Shri Rajiv Gandhi Ji. — Narendra Modi (@narendramodi) August 20, 2020
উল্লেখ্য, ১৯৪৪ সালের ২০ আগস্ট ইন্দিরা গান্ধির গর্ভে জন্মগ্রহণ করেন রাজীব গান্ধি। ১৯৮৪ সকে দেশের তরুণতম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৮৯-এর ২, ডিসেম্বর পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এলটিটিই জঙ্গিদের বিস্ফোরণে তার মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct