আপনজন ডেস্ক: আর বাড়তি টাকা তেলের জন্য খরচ করতে হবে না। মাত্র ১০ টাকায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। সম্প্রতি এমন একটি ই-বাইক বাজারে আনছে ডিটেল। নতুন স্কুটারটির নাম ডিটেল ইজি। এই স্কুটারটিতে চার্জ দিতে ১০ টাকার বিদ্যু খরচ হবে। একবার চার্জ দিলে চলবে ৬০ কিলোমিটার রাস্তা। ঘন্টায় ই-বাইকটি ২৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকা। অভিনব এই স্কুটারটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, এটি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের টু হুইলার। বিশেষত টিনএজার এবং যারা স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য বিকল্প ও সাশ্রয়ী যানবাহন খুঁজছেন তাদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে। এটিতে ৪৮ ভোল্ট ১২ এএইচ আইরন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷ মনে করা হচ্ছে, এটি বহুল ব্যবহৃত লি-আইন ব্যাটারির তুলনায় কোয়ালিটির দিক থেকে আরো উচ্চমানের হবে। এছাড়া মোপেডটির ২৫০ ওয়াটের ইলেকট্রিক মোটর ২৫ কিমি/ঘন্টা টপ স্পিড দিতে সক্ষম। স্কুটারটির গতি যেহেতু এত কম তাই এটি কেনার পর ভিকেলস রেজিস্ট্রেশন বা চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, কোনোটারই প্রয়োজন পড়বে না।