শেষ পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবো কুর্তোয়াকে কিনে নিল ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের সেরা গোলরক্ষককের সঙ্গেই চুক্তি করলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তন চ্যাম্পিয়ন চেলসি নিশ্চিত করেছে যে, ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কুর্তোয়াকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করেছে তারা। সেইসঙ্গে রিয়াল থেকে তারা লোনে মাতেও কোভাসিচকে নিজেদের ক্লাবে টেনেছে। উল্লেখ্য, ২০১১ সালে চেলসিতে যোগ দিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়া। কিন্তু প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাবটি তাঁকে লোনে খেলার জন্য পাঠিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। এরপর ২০১৪ সালে কুর্তোয়াকে ফের নিজেদের দলে টেনে নেয় চেলসি। এই সময়ের মধ্যেই নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন গোলরক্ষকে পরিণত করেন কুর্তোয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct