আপনজন ডেস্ক: এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে 'বিশ্বমানের দাবাড়ু' হিসেবে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেন। নির্বাচনে বাইডেন জিতে প্রেসিডেন্ট হলে বিশ্বমানের দাবাড়ু পুতিন, শি জিনপিং ও এরদোগানের সঙ্গে পেরে উঠবেন না বলে দাবি ট্রাম্পের।মার্কিন প্রেসিডেন্ট তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'আমার অভিজ্ঞতা থেকে বলছি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের এরদোগান বিশ্বমানের দাবাড়ু। তারা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। বাইডেন সম-অংশীদারিত্বের ভিত্তিতে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। বাইডেন তার 'সেরা বছরগুলোতেও' এ বিষয়ে দক্ষতা দেখাতে পারেননি।' ট্রাম্পের আরও দাবি, ইরানও জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। তিনি ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে চিন আমেরিকাকে দখল করে নেবে।