আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি আনলিমিটেড'-এর সিজন ৮ এর গ্র্যান্ড ফিনালের শুটিং সমাপ্ত করে ফেললেন সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাদাগিরি সেট থেকে নিজের ছবি পোস্ট করে এই কথা জানিয়েছেন মহারাজ। নানা কারণে স্তব্ধ হয়ে গিয়েছিল 'দাদাগিরি সিজন ৮' এর শুটিং। এমনকী তিনবার শুটিংয়ের তারিখও পিছানো হয়েছিল।
প্রসঙ্গত, আনলক পর্বে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি। যার কারণে বিসিসিআই সভাপতিকে ১৫ দিন মতো থাকতে হয়েছিলো হোম আইসোলেশনে। কোয়ারেন্টাইনে যাওয়ার আগেও একাধিক বিজ্ঞাপণের শুটও করেছিলেন সৌরভ। তিনি একাধারে বিসিসিআইয়ের কাজ করার পাশাপাশি সরকারি স্বাস্থ্যবিধি মেনে শুটিং ফ্লোরেও নেমে পড়েন।
কোয়ারেন্টাইনের জীবন শেষ করে জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি'-র শুটিংয়ে ফিরেছিলেন মহারাজ। সরকারি বিধিনিষেধ মেনেই শুরু হয়েছিল দাদাগিরির শুটিং। সৌরভ গঙ্গোপাধ্যায় সহ মোট ১০ জনকে নিয়ে শুরু হয়েছিল 'দাদাগিরি'-এর শুটিং। সেটে ১০ বছরের নিচে থাকা কোনও শিশুর প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। এমনকি গ্র্যান্ড ফিনালের শুটিং নামিদামী অতিথি ছাড়াই হয়েছে বলে জানানো হয়েছে। গ্র্যান্ড ফিনালে দাদার ঝলক দেখতে অপেক্ষার রয়েছে আট থেকে আশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct