আপনজন ডেস্ক: ২০১৪ সালের ডিসেম্বরেই টেস্ট ক্রিকেটকে জানিয়েছিলেন। এরপর রঙ্গিন পোশাকের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। খেলেছেন ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপও। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ২০১৭ সালের শুরুতেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। মনে করা হচ্ছিলো করোনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে মাহিকে আবার হয়তো নীল জার্শিতে দেখা যেতে পারে কিন্তু ১৫ অগাস্ট সন্ধে মাহি জানিয়েদেয়, ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত বলে গণ্য করবেন।
হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলার কারণে মাহির জন্য কোনো ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করার সুযোগ পায়নি বিসিসিআই। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনিস্বীকার্য,দেশকে দিয়েছে দু-দুটো বিশ্বকাপ, আর তাকে কোনো ফেয়ারওয়েল ছাড়াই অবসরে যাওয়া মেনে নিতে পারছে না বিসিসিআই। তাই ধোনির জন্য একটি ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। প্রসঙ্গত, ঝারখন্ডের মুখ্যমন্ত্রীও চান রাঁচিতে ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আসন আইপিএলের মৌসুমে ধোনির সঙ্গে তার ফেয়ারওয়েল ম্যাচের বিষয়ে আলোচনা করবে বোর্ড। এরপর যা কিছু আয়োজনের পরিকল্পনা করা হবে।
বিসিসিআইয়ের সেই কর্মকর্তা আরও জানিয়েছেন যে, 'এখন আমাদের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। আইপিএলের পর আমরা দেখব কী করা যায়। কারণ ধোনি এই দেশের জন্য অনেক দিয়েছে এবং সে সব ধরনের সম্মান প্রাপ্য। আমরা সবসময়ই চেয়েছি ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতে। তবে ধোনি পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। সে এমন এক সময় অবসরের ঘোষণা দিলো, যখন কেউ ভাবেওনি। সে রাজি হোক বা না হোক, তার জন্য একটা সংবর্ধনার আয়োজন করা হবে। তাকে সংবর্ধনা দেওয়াটা আমাদের জন্য গর্বের হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct