লোধা কমিটির কিছু সংস্কার খারিজ করে দিল ভারতের সুপ্রিম কোর্ট। 'এক রাজ্য, এক ভোট' নিয়ে স্বস্তিতে বিসিসিআই। স্বস্তিতে মুম্বই, সৌরাষ্ট্র, ভদোদরা, বিদর্ভ সহ ছয়’টি রাজ্য ক্রিকেট সংস্থা। ফলে বহাল থাকল মুম্বই সহ ছয় টি সংস্থার পূর্ণ সদস্যপদ । 'কুলিং অফ পিরিয়ড' নিয়েও সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে থাকল ভারতীয় ক্রিকেট বোর্ড। খারিজ হয়ে গেল লোধা কমিশনের সুপারিশ। তিন বছর নয়, ছয় বছর পর কুলিংয়ে যেতে পারবেন কর্তারা। লোধার সংস্কারে বলা হয়েছিল, তিন বছর পর কর্তাদের কুলিংয়ে যেতে হবে। দেশের ক্রিকেট কর্তাদের বয়স, মেয়াদ এবং উন্নয়নের জন্য একাধিক পরিবর্তনের সুপারিশ করেছিল লোধা কমিশন। কমিশনের সুপারিশে বলা হয়েছিল কোনও ক্রিকেট কর্তা ৭০ বছরের পর আর প্রশাসনে থাকতে পারবেন না। এছাড়াও তিন বছর অন্তর কর্তাদের সাময়িক বিশ্রামে যাওয়ারও সুপারিশ করেছিল লোধা কমিশন। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে গঠিত তিন সদস্যের কমিটি তিনবছর অন্তর কর্তাদের সাময়িক বিশ্রামে যাওয়ার সুপারিশ খারিজ করে দিয়েছে। দেশের শীর্ষ আদালতের নির্দেশে এখন থেকে তিন বছরের পরিবর্তে ছ'বছরঅন্তর 'কুলিং অফ পিরিয়ড' বা সাময়িক বিশ্রামে যেতে হবে বোর্ডের কর্মকর্তাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct