আপনজন ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভর্তি হয়েছিলেন গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তার করোনা টেস্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গেছে, শুক্রবার তার লালা রস পরীক্ষার রিপোর্ট আসে। তাতে নেগেটিভ হওয়ায় দু সপ্তাহ ধরে থাকা মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পান অমিত শাহ। কিন্তু ছাড়া পেতে না পেতেই ফের তার স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ৫৫ বছর বয়স হয়েছে। তাই কোনও ধরনের ঝুঁকি না নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সোমবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমসে ভর্তি করা হয়েছে।আপাতত তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। এইমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বাধীন এক চিকিৎসক দল তার স্বাস্থ্য পরিস্থিতির দিকে নজর রাখছে। এইমসের তরফে এক মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, ক্লান্তি আর দেহের ব্যথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ভুগছিলেন তিন চারদিন ধরে।তবে তিনি এখন স্বস্তি অনুভব করছেন। হাসপাতাল থেকেই তার কাজ চালিয়ে যেতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct