আপনজন ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অন্যতম জরুরি মাস্ক, সামাজিক দূরত্ব আর স্যানিটাইজার। শুধু বিশ্বস্বাস্থ্য সংস্থা হু নয়, করোনা বিশেষজ্ঞরা এ কথা সব সময় বলে আসছেন। কিন্তু তবুও মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব। বহু জায়গায় মুখে মাস্ক না পরে ঘোরা, সামাজিক দূরত্ব না মানার ঘটনা ঘটছে। এনওকে জায়গায় মানা হচ্ছে না লকডাউনও। এর আগে আমরা লকডাউন প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ শুনেছি, কিন্তু করোনা সংক্রমণের দাপাদাপি মধ্যে মুখে মাস্ক দেব না এমন দাবির কথা শোনা যায়নি। কিন্তু এখন সেই দাবিতে সোচ্চার হয়েছেন উন্নয়ন শীল দেশ স্পেনের নাগরিকরা। বিশ্বের মধ্যে যে কটি দেশে করোনা মহামারি আকার ধারণ করেছে তার মধ্যে অন্যতম হল স্পেন।
সেই স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্কবিরোধী বিক্ষোভে জমায়েত হয় হাজারো মানুষ। মাস্ক ব্যবহার না করতে এবং অন্যান্য কঠোর বিধিনিষেধ আরোপের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা। মাদ্রিদ সিটি সেন্টারের ‘প্লাজা কোলনে’ লোকজন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়েছে। তাদের যুক্তি, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা এবং অন্যান্য কঠোর বিধিনিষেধের মাধ্যমে নাগরিক অধিকার হরণ করছে সরকার। এমনকি জনসম্মুখে ধূমপানও নিষিদ্ধ করেছে। যদিও স্প্যানিশ সরকার জনগণের এই বিক্ষোভকে তেমন আমল দিচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct