আপনজন ডেস্ক: দেশের প্রধানমন্ত্রীর আসনের গুজরাতেই সন্তান নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ পদেও ক্রমে ক্রমে আসছেন গুজরাতেরই ব্যক্তিরা। এবার দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান হিসেবে নিয়োজিত হলেন গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার রাকেশ আস্থানা। তিনি বিএসএফের ডিরেক্টর জেনারেল বা ডিজি পদে যোগ দিলেন। তার মেয়াদ ২০২১ সালের ৩১ জুলাই পর্য ন্ত। রাকেশ আস্থানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি সিবিআইয়ের শীর্ষ পদে থাকাকালীন বিহারের মুখ্যমন্ত্রীকে খাধ্য কেলেঙ্কারিতে জেলে পুরেছিলেন। এছাড়া, অভিযোগ উঠেছিল একদা সিবিআই প্রধান অলক বর্মাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন সেকেন্ড ইন কমান্ড সিবিআই রাকেশ আস্থানা। অন্যদিকে বি এস কে কৌমুদি স্বরাষ্ট্র মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি (ইন্টারনাল সিকিউরিটি) পদে এলেন।
উল্লেখ্য, রাকেশ আস্থানা সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনালে পদে ছিলেন। ১৯৮৪ ব্যাচের আইপিএস আস্থানা নারকোটিক বিভাগের ডিজি ছিলেন। আর কৌমুদি ১৯৮৬ ব্যাচের আইপিএস। তারই ব্যাচমেট উত্তরপ্রদেশের ক্যাডার মুহাম্মদ জাভেদ আখতার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ডিজি পদে নিয়োগ পেয়েছেন। জাভেদ সিআরপিএফের স্পেশাল ডিজি পদে কর্মরত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct