আপনজন ডেস্ক: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার এক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন সুরেশ রায়না। সোশ্যাল মিডিয়াতে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ইনস্টাগ্রাম পোস্টে রায়না লেখেন, "তোমার সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। তাই গর্বের সঙ্গে আমি জানাচ্ছি তোমার সঙ্গে আমিও একই সফরে চললাম। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।"
কেউই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে অবসর ঘোষণা করেননি। আগে থেকে অবসর নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করে রেখে ছিলেন ধোনি ও রায়না।
চেন্নাইতে পা রাখতেই যে তিনি ও ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করবেন, সে কথা জানতেন একমাত্র সুরেশ রায়না। সংবাদমাধ্যম দেওয়া একটি সাক্ষাৎকারে রায়না বলেছেন, "চেন্নাই ঢুকতেই যে মাহি ভাই অবসরের ঘোষণা করবেন, আমি তা আগেই জানতাম। তাই আমিও প্রস্তুত ছিলাম। আমি পীযুষ চাওলা, দীপক চাহর এবং কর্ণ শর্মা ১৪ অগস্টই চার্টার্ড প্লেনে রাঁচি পৌঁছে গিয়েছিলাম। আর সেখান থেকেই মাহি ভাই এবং মোনু সিংকে পিক আপ করি।'
এছাড়া রায়না বলেন , ‘আমরা ১৫ অগস্ট (শনিবার) অবসর ঘোষণা করব বলে ঠিক করে রেখেছিলাম। ধোনির জার্সি নম্বর সাত এবং আমার তিন। দু'জনের মিলিয়ে হয় ৭৩ এবং ১৫ অগস্ট ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করল। তাই এর থেকে ভালো দিন হতে পারত না।’
রায়না আরো বলেন যে, 'অবসর ঘোষণা করার পরই আমরা একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদি। আমি, পীযুষ, অম্বাতি রায়ডু, কেদার যাদব এবং কর্ণ একসঙ্গে বসে অনেকক্ষণ ধরে আমাদের কেরিয়ার এবং জীবন নিয়ে আলোচনা করি। তারপর রাতভর পার্টি করেছি আমরা।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct