পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ হারে শ্রীলঙ্কা। এদিন দক্ষিণ আফ্রিকার কাছে ৭৮ রানে হারের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে পিছিয়ে পড়ল দ্বীপরাষ্ট্র। কিন্তু হৃদয় জিতে নিলেন তাদের সমর্থকরা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর জাপানের ফুটবলাররা সভ্যতার নজির গড়েছিলেন। ড্রেসিংরুম পরিষ্কার করে দেশে ফিরেছিলেন তাঁরা। সেইসঙ্গে, বিশ্বকাপ আয়োজকদের জন্য একটা ছোট চিরকুটে লিখে জাপান দলের পক্ষ থেকে ধন্যবাদ লিখে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিশ্বকাপ চলাকালীন গ্যালারির আবর্জনা পরিষ্কার করতেও দেখা গিয়েছিল জাপানের সমর্থকদের। এবার সেরকমই প্রশংসনীয় কাজ করলেন শ্রীলঙ্কা সমর্থকরা। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দেখা গেল কয়েকজন কমবয়সী শ্রীলঙ্কা সমর্থক পাল্লেকেলের গ্যালারি পরিষ্কার করছেন। তাঁদের এমন সাধু উদ্যোগ মিনিট কয়েকের মধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল হল। বিশ্বজুড়ে প্রশংসা পেতে শুরু করল তাঁদের এমন উদ্যোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct