আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের কারণে এ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জেইই ও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট বাতিলের দাবি জানিয়ে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আর্জি খারিজ করে দিয়ে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ বছর জেইই ও নিট পরীক্ষা বাতিল করা হবে বা। নিয়ামক সংস্থা এনটি এ যে দিন ধার্য করেছে সেই দিনেই হবে।
এদিন পরীক্ষা সংক্রান্ত দুটি আবেদনের শুনানি হয়। এটিতে আবেদন জানানো হয় পরীক্ষা বাতিলের। ১১ জন অভিভাবকের হয়ে আইনজীবী অলক শ্রীবাস্তব সওয়াল করেন। কিন্তু বিচারপতি অরুণ কুমার মিশ্র বলেন, এক বছর পরীক্ষা না হওয়া মনে একটা শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়া। তাই করোনা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিয়ে সরকার পরীক্ষার আযোজন করবে। জেইই হবে ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে। আর নিট হবে ১৩ সেপ্টেম্বর। আর সারা দেশে ১৬১ সেন্টারে হবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট। এনটিএর পক্ষও সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, পরীক্ষা বিষয়ে করোনা সংক্রান্ত সব চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct