আপনজন ডেস্ক: অবসর নেওয়া খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়ে তাঁদের জার্সি তুলে রাখার প্রথাটা ফুটবলেই বেশি চোখে পড়ে। ক্রিকেটেও এখন তা শুরু হয়েছে। অবসর নেওয়া পর শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি চিরতরে তুলে রেখেছে বিসিসিআই।
১০ নম্বর জার্সিতে খেলা শুরু করে একের পর এক সেঞ্চুরি হাঁকান শচীন। অনেক ইতিহাসের সাক্ষী শচীনের ১০ নম্বর জার্সি। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর অবসরের দিনও তাঁর পরনে ছিল ১০ নম্বর জার্সি। এরপর মাত্র একবার শার্দুল ঠাকুর ১০ নম্বর সম্বলিত জার্সিটি পরেন। তবে সেটা ছিল ‘ভুলবশত’। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছিল সমালোচনার ঝড়। অনেকেই বলেছিলেন, শার্দুল ‘শচীন হওয়ার চেষ্টা করছেন’। এ নিয়ে কম ঠাট্টা-রসিকতা হয়নি, এমনকি রোহিত শর্মা পর্যন্ত শার্দুলের ১০ নম্বর জার্সি পরা নিয়ে মজা করেছেন! এরপর আর এ ভুল করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রক্তান অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে, অস্ট্রেলিয়ার ওপেনার ফিল হিউজের জার্সি নম্বর ব্যবহার করার অনুমতি নেই কারো। ক্রনিয়ের জার্সি নম্বর ছিল ৫ এবং হিউজের ৬৪।
তবে কি এবারে শচীনের ১০ নম্বর জার্সি মতোই ধোনির ৭ নম্বর জার্সিকে চিরকালীন অবসরে পাঠাবে বিসিসিআই...? শচীনের মতো ধোনির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যও কি বিসিসিআই ধোনির সাত নম্বর জার্সিকে চিরতবে অবসরে পাঠাবে..? এমনি প্রশ্ন ঘোরাঘুরি করছে ধোনির অনুরাগীদের মনে। প্রসঙ্গত ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক দিনের মধ্যে লক্ষ লক্ষ ধোনি ভক্ত কিন্তু বিসিসিআই-এর কাছে আবেদন জানিয়েছেন ধোনির সাত নম্বর জার্সিকে চিরতরে অবসরে পাঠানোর জন্যে ।
এমন কি ধোনির সাত নম্বর জার্সিকে অবসরে পাঠানোর পক্ষে সাওয়াল করেছে ভারতীয় দলের আরেক উইকেটকিপার দীনেশ কার্তিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টের ক্যাপশনে দীনেশ কার্তিক লিখেছেন, ''আশা করব বিসিসিআই সাদা বলের ক্রিকেট থেকে সাত নম্বর জার্সিকে অবসরে পাঠাবে।''
ভারতীয় ক্রিকেটে সাত নম্বর জার্সির বিশেষ মর্যাদা ও ঐতিহ্য থাকবে চিরকাল। ১৬ বছরে ক্যারিয়ারের ৭ নম্বর জার্সি পরেন ক্যাপ্টেন কুল। বিসিসিয়আই এখন কি ধোনির জার্সিকে চিরকালীন অবসরে পাঠাবে নাকি ধোনির অনুরাগীদের নিরাশ করবে সেটাই দেখার বিষয়।