রাজ্য জুড়ে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে ২০ জন নিহত হয়েছে কেরালায়।কোচি বিমানবন্দরের আন্তর্জাতিক ও গার্হস্থ্য সবকটি টার্মিনাল স্থগিত করা করেছে। আজ যখন ইদুক্কি জলাশয়ের দরজা খুলে দেওয়া হয়।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, সমস্ত আসন্ন ফ্লাইটগুলি অন্যান্য গন্তব্যস্থলে দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে দুপুর ২:৩০ পর্যন্ত। বিমানবন্দর কর্তৃপক্ষ এখন বলেছে, ফ্লাইটের প্রস্থান এর ক্ষেত্রে কোনও প্রভাব পরবেনা।
ইদুক্কি জেলায় ১১ জন, মালাপ্পুরামে ৬ জন, কোজিকোডের ২ জন এবং ওয়েনাদে ১ জন ভারী বৃষ্টিপাতের কারণে নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, পালাককাড, ওয়ায়ানাদ ও কোজিকোড এলাকায় বেশ কিছু লোক নিখোঁজ হয়েছে। কোচির কেন্দ্রস্থল আরিনাকুলামের দুটি গ্রামে ত্রাণ শিবিরের খোলা হয়েছে।
আইডুক্কি'র আদিমালী শহরে একই পরিবারের পাঁচ সদস্যের প্রাণহানি ঘটেছে। স্থানীয় মানুষ ও পুলিশ কর্তৃক ধ্বংসস্তূপ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। রাজ্য সরকার ওয়েনাদ ও ইদুক্কি জেলার সৈন্যদের সাহায্য চেয়েছে। আইডুক্কি'র আদিমালী শহরে তাদের পরিবারের পাঁচ সদস্যের প্রাণহানি ঘটেছে। স্থানীয় মানুষ ও পুলিশ কর্তৃক ধ্বংসস্তূপ থেকে জীবিত দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।রাজ্য সরকার ওয়েনাদ ও ইদুক্কি জেলার সৈন্যদের সাহায্য চেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct