আপনজন ডেস্ক: ৭৪ তম স্বাধীনতা দিবস কে একটু অন্যরকম ভাবে উদযাপন করলো মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে অবস্থিত স্বপ্নকুটির এনজিও। ইসলামপুরের ঘন বসতি সম্পন্ন এলাকা নেতাজি পার্ক-এ একটি খোলা মাঠ রয়েছে। ইসলামপুর এস সি এম হাইস্কুল অধিকৃত এই মাঠটি স্থানীয় কিশোর-কিশোরীদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হত।
করোনা মহামারী কালীন লকডাউন পরিস্থিতিতে এলাকার সবজি বাজার কে এই নেতাজি পার্ক-এ স্থানান্তরিত করা হয়েছিল। লকডাউন শিথিল হাওয়াই পুনরায় সে বাজার পূর্বের জায়গায় স্থানান্তরিত হয়। রয়ে যায় প্লাস্টিক ও আবর্জনা বহুল নেতাজি পার্ক। ফলে সেই মাঠ হয়ে ওঠে খেলাধুলার অযোগ্য। পাশাপাশি পরিত্যক্ত সব্জি বাজারের আবর্জনায় স্থানীয় পরিবেশ দূষিত হয়ে পড়ে ছিল।
ঘন জনবহুল এলাকায় এই পার্কটি সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতায় এগিয়ে আসে এলাকার কিছু তরুণ তুর্কিদের পরিচালনায় গঠিত এনজিও স্বপ্নকুটির। এদিনেই সাফাই অভিযান-এ এনজিওর আহবানে ডাক দিয়ে সামিল হোন বেশকিছু পরিবেশ সচেতন নাগরিক। এ বিষয়ে স্বপ্নকুটির এনজিও-র সেক্রেটারি সাজ্জাদ আলী জানান, আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য আমাদের চারপাশের পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব নিয়ে জনগনকে সচেতন করা। এনজিও-র প্রেসিডেন্ট অমিত ঘোষ বলেন, আমরা মাঠে নেমেছি, যাতে আমাদের দেখে আর পাঁচটা নাগরিক তাদের নিজেদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নেয়।
উল্লেখ্য, ইসলামপুর স্থিত এনজিও স্বপ্নকুটির পরিবেশ সচেতনতার পাশাপাশি দুঃস্থ রোগীদের ব্যক্তিগত ভাবে রক্তদান, শীতবস্ত্র বিতরণ, দুস্ত ছাত্র-ছাত্রীদের বই প্রদান এবং আর্থিক সহায়তা এর মত বিভিন্ন সামাজিক সমাজসেবামূলক কাজ করে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct