আপনজন ডেস্ক: অযোধ্যায় রামমন্দিরের ভুমিপুজো অনুষ্ঠানে ৫ অগস্ট মহন্ত নৃত্যগোপাল দাসের সঙ্গে চিরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নৃত্রগোপাল দাস করোনায় আক্রান্ত। তাহলে প্রধানমন্ত্রী কি কোয়ারেন্টাইনে যাবেন না? সেই প্রশ্ন তুলে শিবসেনার মুখপত্র সামনা। এ ব্যাপারে সামনায় সম্পাদকীয়তে লেখা হয়েছে, রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে ৫ আগস্ট মঞ্চে উপস্থিত ছিলেন ৭৫ বছর বয়স্ক মহন্ত নৃত্যগোপাল দাস। তার মুখে মাস্ক ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএস প্রধান মোহন ভাগবত তাঁর সংস্পর্শে এসেছেন। নৃত্যগোপালের সঙ্গে হাত মিলিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।তাই আমাদের প্রধানমন্ত্রীর কোয়ারেন্টাইনে যাওয়া উচিত।
\r\n
শিবসেনা মুখপত্রে আরও লেখা হয়েছে, এখন করোনা আক্রান্ত অমিত শাহ। এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির করোনা টেস্ট পজিটিভ। তার স্বাস্থ্য নিয়ে সারা দেশ উদগ্রিব। এমনকি সব কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ সদস্য, আধিকারিকরা তটস্থ করোনা সংক্রমণ নিয়ে। আজকের দিনে দিল্লি দাঙ্গা ও যুদ্ধের সময় এতটা ভয়ে ছিল না। যদিও সেই ভয় মোদি ও অমিত শাহ ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছেন।
\r\n
সঙ্গত কারণেই তাই শিবসেনা প্রশ্ন তুরেচে, প্রধানমন্ত্রী কি কোয়ারেন্টাইন মানবেন না?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct