আপনজন ডেস্ক: গরু চরানোকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের দিন ব্যাপক মারধরের শিকার হলেন জুম্মু কাশ্মীরের রিয়াসি জেলার এক গ্রামের দুই কৃষক। ‘গোরক্ষকপ্রেমী’ প্রধান তাদেরকে ডেকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল। তাদের মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ায় তা ভাইরাল হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, নিগৃহীত দুই কৃষকের নাম মুহাম্মদ আসগর (৪০) ও তার আত্মীয় জাভিদ আহমেদ (২৫)। পুলিশ জানিয়েছে তাদের বাড়ি রিয়াসি জেলার আর্নাস থানা এলাকার ঘাড়ি খাস গ্রামে।আর্নাস থানার পুলিশ অফিসার ক্লারিওন ইন্ডিয়ার সাংবাদিককে জানান, ঘটনাটিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
Shocked to see this video of Reasi where one Mohd Asger R/o Gahri of Arnas was beaten up by some hate-mongers today. Request @JmuKmrPolice, @DCReasi1 to kindly take note of this matter. Those who are taking law in hands should be behind bars @islahmufti @ShujaUH @rifatabdullahh pic.twitter.com/Tu02rO5OZZ — Guftar Ahmed (گفتار احمد) (@GuftarAhmedCh) August 15, 2020
এই ঘটনার বিষয়ে আক্রান্ত আসগরের ভাইপো নাজির আহমেদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এটি পূর্ব পরিকল্পিত। এটা সাম্প্রদায়িক বিদ্বেষ। কারণ, এর আগের দিনের ঘটনার জেরে তারা আক্রান্ত হয়েছেন। নাজির জানান, তিনি যখন গ্রাম থেকে দূরে আসগরের পরিবারের কয়েকজন শিশু দেখেন তাদের গরু অন্যের ফসল খেয়ে নেওয়ায় ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামপ্রধান অমর চাঁদ। তিনি আসগর ও জাভিদকে ডেকে পাঠান্। তখন অমর চাঁদেরর নেতৃত্বাধীন গ্রামবাসীরা তাদেরকে বেধড়ক মারধর করতে শুরু করে। এ ব্যাপারে আসগরের আর এক আত্মীয় মুস্তাক জানান, আসগরকে প্রথমে বাড়িতে মারধর করে মাঠে ফেলে রেখে দেয়। অসগর তাদেরকে জানান, তিনি ক্ষতিগ্রস্ত ফসলে ক্ষতিপূরণ দিতে চাইরেও তাকে রেহাই দেওয়া হয়নি। পরে পুলিম, গিয়ে তাদেরকে উদ্ধার করে। রিয়াসির জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct