আপনজন ডেস্ক: ৭৪তম স্বাধীনতা দিবসের সন্ধ্যেবেলায় সারা বিশ্বকে স্তব্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি। গুরুর অবসরের খবর শুনে নিজেকেও আটকে রাখতে পারলেন না শিষ্য সুরেশ রায়না। যার ফলে গুরুকে দক্ষিণা দিয়ে নিজেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন। ইনস্টাগ্রামে রায়না এক পোস্টে ধোনিকে ট্যাগ করে লেখেন, 'তোমার সঙ্গে ক্রিকেট খেলাটা দারুণ উপভোগ করেছি। আর এই সফরে ও আমি তোমার সঙ্গী হতে চাই। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।' ভারতীয় ক্রিকেটে ধোনি রায়নার জুটির বেশ জনপ্রিয়। আইপিএলেও এই সফল জুটিকে পছন্দ করেছে ভক্তরা। এই দু'জনের জুটি শুধু ভারতীয় দলকে নয়, আইপিএলে চেন্নাই সুপার কিংসকে প্রচুর ম্যাচ জিতিয়েছে। ধোনি জাতীয় দল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পাশাপাশি সুরেশ রায়নাও দলে কম সুযোগ পেতে থাকেন। ধোনির অনুপস্থিতিতে জাতীয় দলে রায়না সেভাবে সুযোগ না পেলেও, আইপিএলে তিনি কিন্তু চেন্নাই সুপার কিংসের নিয়মিত সদস্য। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফিরলে রায়নারও সুযোগ হত। কিন্তু ধোনি ক্রিকেটকে আলবিদা বলায়, রায়নাও দেওয়াল লিখন স্পষ্ট বুঝে গুরুর পথ অনুসরণ করে অবসরের সিদ্ধান্ত নিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct