আপনজন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, নাকি অবসর নেবেন? এতদিন এ বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও, ৭৪ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যে সাতটা ২৯ মিনিট নাগাদ মাহি জানিয়ে দিলেন, তিনি আর ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন না। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
২০১২ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন। এবার সীমিত ওভারের ফরম্যাট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। স্বাধীনতা দিবসের একেবারে সন্ধ্যেবেলায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ধ্বনি লেখেন,'আপনাদের এত দিনের ভালবাসা এবং সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। সন্ধ্যে সাতটা ২৯ মিনিট থেকে আমি অবসরপ্রাপ্ত।' ওই ভিডিওতে ধোনি নিজের ক্রিকেট ক্যারিয়ারের একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে তাঁর ভক্তদের চোখে জল আনিয়ে দিলেন। কারণ ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছিল 'ম্যায় পল দো পল কা শায়র হু' গানের কলি। ধোনির অবসর এর ফলে ভারতীয় ক্রিকেটে নিঃসন্দেহে একটা শূন্যতা সৃষ্টি হল। তিনিই একমাত্র ভারতীয় দলের অধিনায়ক যার ঝুলিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা রয়েছে। একইসঙ্গে তিনি সেই ভারতীয় দলের অধিনায়ক, যে দলকে তিনি দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের শীর্ষস্থানে রেখেছিলেন। ভারতীয় ক্রিকেট অবদান রাখার জন্য মাহি পদ্মশ্রী সম্মান পান। ২০০৯ সালে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পান। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ধোনিকে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct