আপনজন ডেস্ক: পাকিস্তানের সঙ্গে তো সাপে নেউলের সম্পর্ক। পাকিস্তানের মদতে ভারতে জঙ্গি কার্যকলাপ ও জঙ্গিদের মদত দেওয়ার বিরুদ্ধে বাড়ে বারেই ভারত হুঁশিয়ারি দিয়েছে। সেই একই ভঙ্গি চিনের ব্যাপারে না দেখানোয় সমালোচনা সইতে হচ্ছিল। কারণ, চিনা সেনারা লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনাকে হত্যার পরও প্রধানমন্ত্রী মোদিকে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। এমনকি বারে বারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এলেও চিনের বিরুদ্ধে টু শব্দ করেননি। কিন্তু স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্যেশ্যে ভাষণে এবার পাকিস্তান ও চিন উভয়কেই হুঁশিয়ারি দিলেন। মোদি প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে সপ্তম জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কিংবা লাইন অফ কন্ট্রোল সব ক্ষেত্রেই কেউ চ্যালেঞ্জ করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী চিনা সেনাদের হাতে নিহত ভারতীয় সেনাদের উল্লেখ করে জওয়ানদের সাহসের স্যালুট জানান। তিনি বলেন, আমাদের সেনারা দেশের জন্য কি পারে তা লাদাখে দেখিয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, জঙ্গি মোকাবিলায় ভারত যে দক্ষতা দেখিয়েছে তাতে বিশ্বের বিশ্বাস ভারত এখন এক শক্তিধর দেশ।
ভিডিও ইন্ডিয়া টিভি নিউজের সৌজন্যে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct