আপনজন ডেস্ক: করোনা যুদ্ধে অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে জোর মোকাবিলা করে চলেছে রাজ্য সরকার। সপ্তাহান্তিক লকডাউন সহ জনসাধারণকে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারে অন্ত নেই। আর এই করোনা সংক্রমণ রুখতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে পুলিশ কর্মী, ডাক্তার থেকে শুরু করে নার্স কেউ বাদ যাননি আপ্রাণ চেষ্টা চালাতে কীকরে রোকা যায় করোনার থাবা। তবু এই করোনা রুখতে গিয়ে রাজ্যের প্রায় ২০জন ডাক্তার-নার্স-পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। তাদেরকে সম্মান জানানে পোস্টাল বিভাগ বিশেষ ডাকটিকিট বের করছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ওইসব করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ডাকটিকিট প্রকাশিত হবে। ডাকটিকিটে বাংলায় লেখা থাকছে করোনা যোদ্ধা বাংলার বীর সন্তান। নিঃসন্দেহে বাংলার করোনা যুদ্ধে প্রাণ হারানোদের এটি এক বড় সম্মান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct