আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ রুখতে মুখে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্যানিটাইজার ব্যবহার করার প্রচার সারা বিশ্ব জুড়ে চলছে জোরকদমে। লকডাউন সেই সতর্কতাকে আরো শতগুণ বাড়িয়ে দিয়েছে। যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েচে বহু রাজ্য। তাদের নাধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। সংক্রমণ ছড়াতে পারে আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তে আপাতত অনড়। সেই আশঙ্কা অমূলক নয়। কারণ, রাষ্ট্র সংঘের সংশ ইউনিসেফ জানিয়েছে, বিশ্বের অন্তত ৮০ কোটি শিশুর জন্য স্কুলে হাত ধোয়ার কোনো ব্যবস্থা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ও রাষ্ট্রসংঘের শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফ যৌথ ভাবে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে এই তথ্য রয়েছে।
যদিও অনেক দেশে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সীমিত আকারে ক্লাস শুরু করে মহড়ার মতো চলছে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ নিজেদের উদ্যোগে স্কুলগুলোর জন্য কিছু স্বাস্থ্যবিধি পালনের সুপারিশ করেছে। নিয়মিত হাত ধোয়া, একজন আরেকজনের চেয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসা, মাস্ক পরা সহ ইত্যাদি। এসব সুপারিশ করা হয়েছে যাতে ভাইরাসটির বিস্তার রোধ করা যায়।
প্রতিবেদনে বলা হয়, ‘কোভিড-১৯ এর কারণে যেগুলোতে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি আর মানবিক সংকট তৈরি হতে পারে, এমন ৬০টি দেশকে চিহ্নিত করা হয়েছে। মহামারির শুরুর দিকে দেখা যায়, বিশ্বে দুটি স্কুলের মধ্যে একটিতে জল ও টয়লেটের অভাব আর চারটির মধ্যে তিনটিতেই হাত ধোয়ার সুব্যবস্থা নেই।’
বিশ্বব্যাপী ৮১ কোটি ৮০ লাখ শিশু স্কুলে হাত ধোয়ার মতো মৌলিক জল পায় না। এর মধ্যে ৩৫ কোটি ৫০ লাখ শিশু যারা মূলত উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার- স্কুলে জল পেলেও সাবান পায় না। বাকি ৪৬ কোটি ২০ লাখ শিশু স্কুলে হাত ধোয়ার কেনো সুযোগই পায় না। যত শিশু হাত ধোয়ার সুযোগ পায় না তাদের অর্ধেকেরই বাস আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct