আপনজন ডেস্ক: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা 'নিট' আগেই পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নিয়ামক সংস্থা এনটিএ। প্রথমে ৫ মে নিট পরীক্ষা হবে বলে হলেও করোনা সংক্রমণের কারণে সেই তারিখ পরিবর্তিত হয়। জানানো হয় ১৩ সেপ্টেম্বর হবে। কিন্তু তাতেও অনিশ্চয়তা রয়েছে। তাই ঠিক কবে নিট ২০২০ অনুষ্ঠিত হবে তা অবশ্য এখনো ঘোষণা করেনি এনটিএ। তাই অনেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন। তাই প্রায় চার হাজার অনাবাসী ছাত্রের অভিভাবক নিট ২০২০ পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবি তুলে সুপ্রিম কোর্টে আর্জি জানান। তাদের বক্তব্য ছিল, করোনা সংক্রমণের আবহে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের জন্য একটা ঝুঁকির ব্যাপার। তাই বাড়িতে বসে যাতে অনলাইনে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা হোক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এনটিএ সুপ্রিম কোর্টকে সাফ জানিয়ে দিয়েছে কোনোভাবেই নিট ২০২০ পরীক্ষা আরব দেশগুলিতে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে না। তবে কবে নেওয়া হবে সে কথা অবশ্য জানায়নি তারা। এনটিএ -র সঙ্গে একই সওয়াল করে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct