আপনজন ডেস্ক: এনআরসি, এনপিআর হওয়ার পর মানুষের দুর্ভোগের যেমন শেষ নেই, তেমনি আশঙ্কা বেড়েছে। এর কারণ , মানুষ দেখেছে এসময় এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জিতে নাম তুলতে গিয়ে কি চরম দুর্ভোগ। বিশেষ করে ১৯৭১ এর আগে শুধু নয়, অনেককে ১৯৫২ সালের ভোটার লিস্ট জোগাড় করতে হয়েছে। অনেকে তা পারেননি। প্রত্যন্ত এলাকায় থেকে জোগাড় করে সহজ নিয়ে। সেই আতঙ্ক চেপে বসেছিল পশ্চিমবঙ্গের মানুষদেরও। কারণ, যেভাবে অমিত শাহরা রাজ্যে এনআরসি চালু হবেই বলায় তা আতঙ্ক বাড়িতে দেয়। তবে সাধারণ মানুষের ১৯৫২ সালের ভোটার লিস্ট জোগাড়ে দুর্ভোগ কমাতে মমতা বন্দ্যোপাধ্যায় এক বড় কাজ করেছেন। পুরানো আর্কাইভ তেজে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত রাজ্যের সব এলাকার ভোটার লিস্ট ইন্টারনেটে দিয়েছে রাজ্য সরকার। নিঃসন্দেহে এই জরুরি ও গুরুত্বপূর্ণ তথ্য মানুষের প্রভূত কাজে লাগবে।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ডাইরেক্টরেট অফ স্টেট আর্কাইভস https://oldelectoralrolls.wb.gov.in এই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গে ১৯৫২-১৯৭১ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের পুরানো ভোটার লিস্ট আপলোড করে দিয়েছে। আর তা সহজেই যেকোনো মোবাইল বা কম্পিউটার থেকে ভোটার লিস্টের পিডিএফ ডাউনলোড করা যাবে।
কীভাবে ডাউনলোড করবেন ১৯৫২-১৯৭১ সাল পর্যন্ত ভোটারলিস্ট:
প্রথমে যেতে হবে https://oldelectoralrolls.wb.gov.in এই ওয়েবসাইটে। ওয়েবসাইট খোলার পর 'সিলেক্ট ইয়ারে' গিয়ে যেকোনো একটা বছর সিলেক্ট করতে হবে। কারণ, সেখানে রয়েছে ১৯৫২, ১৯৫৬, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬১, ১৯৬৬, ১৯৬৭, ১৯৬৮, ১৯৭০, ১৯৭১ সাল পর্যন্ত ভোটার লিস্ট। তারপর 'সিলেক্ট ডিস্ট্রিক্ট' এ গিয়ে আপনার জেলা দিন। সব শেষে 'সিলেক্ট কানস্টিটিয়েন্স 'তে গিয়ে যে বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট চান সেই কেন্দ্রের নাম সার্চ করে সিলেক্ট করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct